About Us

Management Profile
Wing Commander
Mohiuddin Khondker (Rtd)
Chairman
Group Captain
Mohammed Salimullah (Rtd)
Managing Partner
Zabir Karim
Partner
MEET GREET & ASSIST SERVICES, সাধারনভাবে MGA নামে পরিচিত, বাংলাদেশের প্রথম এজেন্সি যা হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরের যাত্রীদের বর্তমান চাহিদা অনুযায়ী বিভিন্ন রকম সেবা প্রদান করে। সম্মানিত যাত্রীদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে এখন আমার সব ধরনের বিমান ভ্রমন সম্পর্কিত সেবা দিচ্ছি। আমরা আপনাদের ভ্রমণের যাবতীয় সমস্যার সমাধানের জন্য নিয়োজিত। আমরা সপ্তাহের ৭ দিনের ২৪ ঘন্টাই যাত্রীদের জন্য রয়েছি।আমাদের সেবাসমূহঃ
ক. এয়ারপোর্ট যাত্রীসেবা
খ. আগমনী ভিসা
গ. বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ
ঘ. মূল্যবান সামগী সংরক্ষন
ঙ. গাড়ী সার্ভিস/যাতায়াত সুবিধা
চ. বিমান টিকেট সুবিধা
ছ. হোটেল বুকিং
জ. ট্যুর প্যাকেজ
ঝ. ভিসা ব্যবস্থা

ক. এয়ারর্পোট যাত্রীসেবাঃ

MGA Services যাত্রীদের দেয় ফাষ্ট ট্রাকে স্বতন্ত্র যাতায়াত এবং ভি আই পি সুবিধা। আমরা যাত্রীদেরকে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে নিম্নের সেবা দিয়ে থাকি।

বর্হিগমন যাত্রীদের :
বর্হিগমন যাত্রীদেরকে আমরা নির্দ্দিষ্ট গেটে অভ্যর্থনা ও সহায়তা প্রদান। ব্যাগ (মালামাল) সংগ্রহ করে সিকিউরিটি স্ক্যানিং সম্পন্ন করে যাত্রীদেরকে নির্দ্দিষ্ট এয়ারলাইন্স এর নির্দ্দিষ্ট কাউন্টারে নিয়ে চেক-ইন আনুষ্ঠানিকতা ও মালামাল বুকি শেষ করে বর্হিগমন কার্ড পূরণ করে ইমিগ্রেশন গেট পর্যন্ত পৌঁছে দিব। (ভি আই পি দের ক্ষেত্রে ইমিগ্রেশন সহায়তা প্রদান করব)

আগমনী যাত্রীদের :
ইমিগ্রেশন থেকে অভ্যর্থনা ও সহায়তা প্রদান (ভি আই পি দেরকে বোডিং ব্রিজ) নির্দ্দিষ্ট বেল্ট থেকে আমরা যাত্রীদের মালামালা সংগ্রহ করে কাষ্টমস আনুষ্ঠানিকতা শেষ করে গাড়ী পাকিং/গাড়ী পর্যন্ত পৌঁছে দিব।

খ. আগমনী ভিসাঃ
যে সকল দেশে বাংলাদেশের এম্বাসি নেই/বাংলাদেশ সরকারের আইন অনুসারে সে সকল যাত্রী আগমনী ভিসা পাবে, আমরা তাদেরকে আগমনী ভিসা সংগ্রহে সহায়তা প্রদান করি।

গ. বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জঃ
যাত্রীরা যাত্রাপথে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে চেক-ইন ও ইমিগ্রেশনের সকল আনুষ্ঠানিকতা শেষ করে সুবিশাল বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে (পাঁচা তারকা) আতি স্বল্প খরচে বিশ্রাম নিতে পারেন। লাউঞ্জে আপনার জন্য থাকছে বুফে (Buffet), স্ন্যাকস, চা ও কফি। এছাড়া Wi-Fi এর সুবিধা তো থাকছেই।

ঘ. মূল্যবান সামগ্রী সংরক্ষনঃ
যাত্রীরা চাইলে যাত্রাপথে তাদের মূল্যবান মালামাল সামগ্রী নির্দ্দিষ্ট সময়ের জন্য MGA Office এ সংরক্ষন করতে পারবেন।

ঙ. গাড়ী সার্ভিস/যাতায়াত সুবিধাঃ
আমাদের রয়েছে বিভিন্ন ধরনের গাড়ী সুবিধা। যার মাধ্যমে আমরা যাত্রীদেরকে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে নিরাপদে যাত্রীদের গন্তব্যস্থানে (হোটেল / বাসা) পৌঁছে দেব এবং হোটেল/ বাসা থেকে নিরাপদে বিমান বন্দরে নিয়ে আসবো।

চ. বিমান টিকেট সুবিধাঃ
যে কোন মূহুর্তে আপনি আমাদের কাছ থেকে অভ্যন্তরীণ ও আর্ন্তজাতিক বিমান টিকেট ডিসকাউন্টসহ স্বল্প সময়ে ক্রয় করতে পারেন। আপনি চাইলে Credit Card ব্যবহৃার করে ০% Installment এর মাধ্যমে Ticket Payment পরিশোধ করতে পারেন।

ছ. হোটেল বুকিংঃ
আপনি আমাদের কাছ থেকে আপনার চাহিদানুযায়ী দেশের বাহিরে ও ভিতরে যে কোন মানের (৫, ৪, ৩*) হোটেল বুকিং করতে পারেন।

জ. ট্যুর প্যকেজঃ
সারা বছর জুড়ে আমরা আমাদের দক্ষ ট্যুর আপারেটরদের দ্বারা দেশের ভিতরে ও দেশের বাহিরে (দর্শনিয়স্থানে, ঐতিহাসিকস্থানে, পর্যটক এলাকায়) বিভিন্ন ধরনের ট্যুর প্যাকেজ পরিচালনা করে থাকি। যেখানে রয়েছে প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ গাইড যারা
আপনাকে আপনার আনন্দময় ভ্রমন সময়টুকু করে তুলবে আরো আন্দময় ও আরো নিরাপদ।

আপনি চাইলে Credit Card ব্যবহৃার করে ০% Installment এর মাধ্যমে বিভিন্ন Tenor এ আপনার Payment পরিশোধ করতে পারেন।

ঝ. ভিসা ব্যবস্থা-
আমরা সরাসরি এম্বাসীর মাধ্যমে স্বল্প সময়ে বিভিন্ন দেশের ট্যুর ও মেডিকেল ভিসা প্রসেসিং করে থাকি।

Our staff

Our team undergoes specialized training encompassing various facets of the airline industry, airport procedures, and customer service. This rigorous training ensures that we consistently deliver an exceptional level of expertise, friendliness, and personalized care. Our unwavering commitment is to offer a seamless airport experience that simplifies and expedites the process, effectively eliminating stress.

Our services extend far beyond being mere luxury additions. We have the potential to bring about a significant transformation in any journey. Whether it involves providing comfort and assistance to an elderly family member, ensuring VIP treatment for a crucial client, or enhancing the overall smoothness of a family vacation, we are dedicated to making a positive impact on all aspects of travel.